কোরোনা ভাইরাস রোধে সন্ত্রাসবিরোধী প্রযুক্তি ব্যবহার করবে ইসরায়েল

১৫ মার্চ, ২০২০ ১৬:২৬  
করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি হ্রাস করতে সন্ত্রাসবিরোধী ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার এবং কিছু কিছু অর্থনৈতিক কার্যক্রম সাময়িক বন্ধ রাখার পরিকল্পনা হাতে নিয়েছে ইসরায়েল। আর এই পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনজমিন নেতানিয়াহু। শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মন্ত্রিসভার অনুমোদনের সাপেক্ষে ভাইরাস বহনকারীদের সংস্পর্শে থাকা লোকদের সন্ধানে সাইবার প্রযুক্তি নজরদারি শুরু করা হবে। নেতানিয়াহু বলেন, "আমরা খুব শীগগিরই প্রযুক্তি ব্যবহার শুরু করব ... মানে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করছি।" এজন্য তিনি বিচার বিভাগকে এই পরিকল্পনা অনুমোদনের অনুরোধ করেছেন। কেননা এ ধরনের পদক্ষেপ রোগীদের গোপনীয়তা লঙ্ঘন করতে পারে বলে মনে করেন ইসরাইলের প্রধামন্ত্রী। প্রসঙ্গত, সতর্কতামূলক পদক্ষেপের বাড়াতে নেতানিয়াহু সরকার ঘোষণা দিয়েছিল, রোববার থেকে মল, হোটেল, রেস্তোঁরা ও থিয়েটারগুলি বন্ধ হয়ে যাবে। বিশেষ প্রয়োজন না হলে কর্মীদের তাদের কর্মস্থলে যেতে হবে না। তবে অত্যাবশ্যক পরিষেবা, ফার্মেসী, সুপারমার্কেট এবং ব্যাংকগুলির কার্যক্রম চলবে। এছাড়াও সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং একটি ঘরে ১০ জনের বেশি লোককে একত্রিত না হতে জনগণকে অনুরোধ করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ। অপরদিকে ইসরায়েলের অভ্যন্তরীণ সুরক্ষা পরিষেবা বিভাগের কর্মকর্তা শিন বেট নিশ্চিত করেছেন যে, তারা নেতানিয়াহু এবং স্বাস্থ্য বিভাগের অনুরোধে করোনভাইরাস নিয়ে লড়াই করার জন্য প্রযুক্তিগত দক্ষতার ব্যবহার পরীক্ষা করেছেন। দেশটির সিভিল রাইটস অ্যাসোসিয়েশনের গোপনীয়তা বিশেষজ্ঞ আভনার পিনচুক বলেছেন, সংক্রামিত ব্যক্তির মোবাইল ফোন সনাক্ত করে তারা আইন লঙ্ঘন করছেন কিনা তা খতিয়ে দেখা হবে এবং তারা কোথায় ছিল এবং তারা কাদের সঙ্গে ছিল তা নির্ধারণের জন্য মেটা-ডেটার মাধ্যমে ব্যাক ট্র্যাকিংও করা হবে।